কবুতরের যেসব রোগ-ব্যাধি হতে পারে

কবুতর পালন সৌখিনতার পাশাপাশি এখন খামার পর্যায়েও পালন করা শুরু হয়েছে। ফলে একে অনেকেই এখন পেশা হিসেবে বেছে নিয়েছেন। ভেটসবিডিতে কবুতর বিষয়ক আর্টিকেলের চাহিদা বেশি থাকায় ভাবলাম এ নিয়েই কিছু লিখি। কবুতর পালনের ক্ষেত্রে রোগ-ব্যাধিই সবচেয়ে বড় সমস্যা ।


কবুতরের যেসব রোগ-ব্যাধি হতে পারে তার একটা তালিকা দিচ্ছিঃ
১। ক্যাঙ্কার বা ট্রাইকোমোনিয়াসিস
২। কক্সিডিওসিস
৩। কোলিব্যাসিলোসিস
৪। One-Eye Colds বা এক চোখে ঠান্ডা লাগা
৫। প্যারাটাইফয়েড বা সালমোনেলোসিস
৬। পিজিয়ন পক্স
৭। রাণিক্ষেত
৮। Adeno Virus Infection
৯। Circo Virus Infection
১০। পিজিয়ন ম্যালেরিয়া
১১। শ্বাসতন্ত্রের রোগ যেমন:  মাইকোপ্লাজমোসিস, অর্নিথোসিস
১২। ছত্রাক জনিত রোগ যেমন: Sour Crop – Candida, Thrush
১৩। অন্তঃপরজীবী বা কৃমি
১৪। বহিঃপরজীবী
১৫। ডায়রিয়া
ভবিষ্যতে এসব রোগ নিয়ে বিস্তারিত লেখার চেষ্টা করবো।

No comments

Theme images by MarsBars. Powered by Blogger.